Site icon Jamuna Television

টানা পঞ্চমবার মেসির পিচিচি ট্রফি জয়

মেসির মুকুটে যুক্ত হলো আরো একটি রেকর্ড। টানা পঞ্চমবারের মত পিচিচি ট্রফি জয়ের রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

আগেই সর্বোচ্চ পিচিচি ট্রফি জয়ের রেকর্ড নিজের দখলে নিয়ে রেখেছেন মেসি। স্প্যানিশ শীর্ষ লিগে এক আসরে শীর্ষ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি এই নিয়ে অষ্টমবার জিতলেন বার্সেলোনা অধিনায়ক। লা লিগায় শনিবার শেষ রাউন্ডে এইবারের মাঠে ১-০ গোলে বার্সেলোনার জয়ের ম্যাচে খেলেননি মেসি। তবে ৩৫ ম্যাচে ৩০ গোল করে আগেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যান আর্জেন্টাইন তারকা।

২০১৬-১৭ মৌসুম থেকে জিতে চলেছেন টানা। এতেই পুরস্কারটি টানা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেলেন দুই কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো ও উগো সানচেসকে।

Exit mobile version