Site icon Jamuna Television

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আবারও বিধিনিষেধ মালয়েশিয়ায়

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আবারও বিধিনিষেধ জারি করেছে মালয়েশিয়া। চলাচল নিয়ন্ত্রণে গতকাল রোববার (২৪ মে) থেকে কার্যকর হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার-এমওসি।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, সরকারি কর্মীদের ৮০ শতাংশ ও বেসরকারি কর্মীদের ৪০ শতাংশের বাড়ি থেকেই কাজ করতে হবে। মঙ্গলবার (২৬ মে) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এছাড়া অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের কাজের সময়ও নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কড়াকড়ি বাস্তবায়নে মোতায়েন করা হবে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

মালয়েশিয়ায় ভাইরাসে প্রাণহানি ২ হাজার ২শ’তে দাঁড়িয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। মে মাসে দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত হয় গড়ে ৪ হাজারের মতো। গত বুধবার থেকে দিনে করোনা আক্রান্ত শনাক্ত হয় ৬ হাজারের বেশি।

Exit mobile version