Site icon Jamuna Television

জরুরি প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ নিষেধ: রেলমন্ত্রী

জরুরি প্রয়োজন ছাড়া ট্রেনে ভ্রমণ নিষেধ: রেলমন্ত্রী

জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ট্রেন ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে যান মন্ত্রী। বলেন, যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে। সকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো যাত্রীকে মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আপাতত ২৮ জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। পরে পরিস্থিতি বিবেচনা করে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ট্রেনের টিকিট শুধুমাত্র কাটা যাবে অনলাইনে।

এনএনআর/

Exit mobile version