Site icon Jamuna Television

মিয়ানমারে পুলিশ স্টেশন দখলে নিয়েছে জান্তাবিরোধীরা

মিয়ানমারে পুলিশ স্টেশন দখলে নিয়েছে জান্তাবিরোধীরা

মিয়ানমারের শান প্রদেশে পুলিশ স্টেশন দখলে নিয়েছে জান্তাবিরোধীরা। দাবি রোববার শান ও কায়া প্রদেশে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত কয়েক ডজন পুলিশ সদস্য।

মিয়ানমারের বিভিন্ন প্রদেশের জান্তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে বিক্ষোভকারীরা। নিজেদের তৈরি অস্ত্র নিয়ে চালাচ্ছে হামলা। শান ও কায়া প্রদেশে পুলিশ স্টেশন দখলে নিতে আক্রমণ চালায় তারা। সফল হয়েছে শান প্রদেশে। দাবি, পুলিস স্টেশন দখলে নিয়ে আটক করেছে পুলিস সদস্যদের। নিহত অন্তত ২০ পুলিশ সদস্য। প্রকাশ করেছে এ সংক্রান্ত ভিডিও।

কিন্তু কায়া প্রদেশে পুলিশের প্রতিরোধে পিছু হটে বিক্ষোভকারীরা। তবে তাদের দাবি, সংঘর্ষে নিহত হয়েছে ১৩ পুলিশ সদস্য। পুলিশ স্টেশনে হামলা বা পুলিশ নিহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি জান্তাবাহিনী।

এনএনআর/

Exit mobile version