Site icon Jamuna Television

করোনা মহামারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রা

মহামারির ভয়াবহতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার বিশাল মোটর শোভাযাত্রা করলেন ব্রাজিলের বিতর্কিত প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

গতকাল রোববার (২৪ মে) রিও ডি জেনিরোতে নিজেই মোটরসাইকেল র‍্যালির নেতৃত্ব দেন তিনি। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন থেকেই বিভিন্ন শহরে শোডাউন করছে বলসোনারো সমর্থকরা। তবে দেশে করোনা সংক্রমণের মধ্যে বিশাল শোভাযাত্রার আয়োজন কতখানি যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যবিধি না মানায় একটি রাজ্যে জরিমানাও করা হয়েছে প্রেসিডেন্টকে।

করোনা মহামারিকে অবহেলা করার একাধিক অভিযোগ আছে বলসোনারোর বিরুদ্ধে। এমনকি তদন্তও শুরু হয়েছে তার ব্যর্থতা নিয়ে।

করোনায় এ পর্যন্ত সাড়ে চার লাখ মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে যা সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

Exit mobile version