Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ইয়াস: এখনই আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা নয়

Dr. Enam

ঘূর্ণিঝড় ইয়াস এখন পর্যন্ত প্রলয়ংকরী রূপ নেয়নি। এর গতিপথ যে অবস্থানে আছে এতে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। এখনই আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য লোকজনকে নির্দেশনা দেয়া হচ্ছে না। এমনটি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যদি কোনভাবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে সেটি মোকাবেলায়ও সরকারের সব প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version