Site icon Jamuna Television

দূর পাল্লার বাস চালুর প্রথম দিনেই দুর্ঘটনা; ১ জনের মৃত্যু

দূর পাল্লার বাস চালুর প্রথম দিনেই দুর্ঘটনা; ১ জনের মৃত্যু

রাজশাহীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০/১২ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল আরেকটি বাস। ফল গবেষণা ইনস্টিটিউটের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন দুটি বাসের সামনে বসে থাকা ১০/১২ জন যাত্রী।

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে ভর্তি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

এনএনআর/

Exit mobile version