Site icon Jamuna Television

শ্যালককে নিয়ে নদীতে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন দুলাভাই

শ্যালককে নিয়ে নদীতে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন দুলাভাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে তার মরদেহ নদীতে ভেসে উঠে। নিহত বিদ্যুৎ হোসেনের স্বজনেরা জানায়, বিকেলে শ্যালককে সাথে নিয়ে নৌকা করে ধলেশ্বরী নদীতে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রামকৃষ্ণদি এলাকায় পৌঁছালে খালি বাল্কহেডের সাথে ধাক্কায় ডুবে যায় নৌকাটি। মাঝি ও শ্যালক সাঁতরে তীরে আসলেও ফিরতে পারেননি বিদ্যুৎ। সকাল থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছিল ফায়ার সার্ভিস।

এনএনআর/

Exit mobile version