Site icon Jamuna Television

করোনামুক্ত হয়ে মুম্বাইয়ে ফিরলেন রণবীর-দীপিকা

করোনামুক্ত হয়ে মুম্বাইয়ে ফিরলেন রণবীর-দীপিকা

বেঙ্গালুরু থেকে মুম্বাইতে ফিরলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংহ। বিমানবন্দরে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়লেন এই তারকা দম্পতি। দীপিকা এবং রণবীরের পরনে ছিল কালো রঙের টি শার্ট এবং প্যান্ট। এসময় দু’জনের মুখেই ছিল মাস্ক, চোখে ছিল কালো চশমা। বিমানবন্দর থেকে বেরিয়ে দীপিকার হাত ধরে সোজা গাড়িতে উঠে যান রণবীর।

চলতি মাসের শুরুর দিকেই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন দীপিকার বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। চিকিৎসার জন্য এক হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। সংক্রমিত হয়েছিলেন দীপিকার মা উজ্জ্বলা এবং বোন অনিশাও। এর পরেই প্রকাশ্যে আসে দীপিকার আক্রান্ত হওয়ার খবর। এ বিষয়ে অভিনেত্রী নিজে যদিও কোনও মন্তব্য করেননি। দিন কয়েক হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন প্রকাশ। সেরে উঠেছে তার পরিবারও।

গত মার্চ মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু চলে গিয়েছিলেন দীপিকা এবং রণবীর। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সেখানে গিয়েছিলেন তারকা দম্পতি। পরিবার সেরে উঠতেই ফের মায়ানগরীতে প্রত্যাবর্তন তাদের।

এনএনআর/

Exit mobile version