Site icon Jamuna Television

অভ্যুত্থানের পর এই প্রথম প্রকাশ্যে সু চি

সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মত সশরীরে আদালতে হাজির করা হলো মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে। সোমবার আইনজীবীদের সাথেও কথা বলার সুযোগ পান তিনি। ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর এই প্রথম প্রকাশ্যে আনা হলো ৭৫ বছর বয়সী নেত্রীকে। জান্তার দায়েরকৃত মামলায় আগে কয়েকটি শুনানি হলেও, সু চি’কে হাজির করা হয়নি।

সু চির আইনজীবী থৈ মং মাং জানান, বাইরের জগত থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে তাকে। সংবাদপত্র না দেয়ায় কোনো খবরও জানেন না তিনি। তবে দেশের মানুষের উপর নিজের আস্থার কথা জানিয়েছেন সু চি।

প্রায় তিন মাস পর জনসম্মুখে দেখা গেল সু চি’কে। কথা বলেছেন তার প্রধান আইনজীবীর সঙ্গে। বার্তা দিয়েছেন মিয়ানমারের মানুষের উদ্দেশ্যে। আগের আদালতের কার্যক্রমগুলোতে তাকে ভার্চুয়ালি হাজির করানো হয়। তবে এবার তাকে সশরীরে হাজির করানো হল। প্রায় আধা ঘণ্টা আলোচনা করেছেন প্রধান আইনজীবীর সাথে।

বলেছেন, মিয়ানমারের জনগণের জন্য তিনি উদ্বিগ্ন। কথা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা প্রসঙ্গেও।

Exit mobile version