Site icon Jamuna Television

অর্থপাচার মামলায় জামিন পাননি রিজেন্টের সাহেদ

অর্থপাচার মামলায় জামিন পাননি রিজেন্টের সাহেদ

অর্থপাচার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে, ২০২০ সালের ২৫ আগস্ট সাহেদ ও পারভেজের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন। মামলায় সাহেদ ও পারভেজের বিরুদ্ধে ১১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়।

এনএনআর/

Exit mobile version