Site icon Jamuna Television

গতিপথ না বদলালে বাংলাদেশে আঘাত হানবে না ‘ইয়াস’: আবহাওয়া অধিদফতর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো শক্তিশালী হচ্ছে, তবে ঘূর্ণিঝড়ের গতিপথ না বদলালে তা বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমান গতিপথ অনুসারে এটি ভারতের কোলকাতা ও উড়িষ্যার মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

তবে এর প্রভাবে সুন্দরবন এলাকায় ও পার্শ্ববর্তী উপকূলে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত ২ নম্বর সংকেত বলবৎ থাকবে বলে জানায় আবহাওয়া অফিস।

তবে আগামী ২/১ দিন তাপদাহ কমার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আকাশের মেঘাচ্ছন্ন হয়ে আসবে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমতে সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Exit mobile version