Site icon Jamuna Television

কক্সবাজারে বিস্কুটের কার্টুনে দেড় লাখ ইয়াবা আটক ২

কক্সবাজারে বিস্কুটের কার্টুনে দেড় লাখ ইয়াবা আটক ২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামের নেতৃত্বে ডিবি ও রামু থানা পুলিশের যৌথ একটি টিম এ অভিযান চালায়।

আটককৃতরা হচ্ছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু সিদ্দিকের ছেলে মো. আলম (২০) ও উথিয়ার ওয়ালা পালং এলাকার রশিদ আহাম্মদের পুত্র আবুল হাশেম (২৩)।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, রামু-মরিচ্যা সড়কের রাজারকুল ইউনিয়নের ক্যান্টনমেন্ট স্কুলের সামনে একটি টমটম গাড়ি থেকে ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। একই টমটম গাড়িতে অভিনব কায়দায় রাখা ১৫টি বিস্কুটের কার্টুনের প্রতিটি থেকে ১০ হাজার পিস করে মোট দেড় লাখ ইয়াবা পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএনআর/

Exit mobile version