Site icon Jamuna Television

সরকার সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত: ফখরুল

সরকার সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যাস্ত: ফখরুল

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে সরকার সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে এই ইসরায়েলের কাছ থেকেই আড়িপাতার যন্ত্র কিনেছিলো সরকার। যা দিয়ে রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ফিলিস্তিন নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার দায়সারা বিবৃতি দিয়ে চুপ করে আছে সরকার। ফিলিস্তিন নাগরিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে যুদ্ধাহতদের জন্য ওষুধ পাঠানোর সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল।

এনএনআর/

Exit mobile version