Site icon Jamuna Television

সৌদি যাওয়া আটকে গেলো জামালদের

ফাইল ছবি।

কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ছাড়পত্র না মেলায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সৌদি আরব রওয়ানা দিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সকালে দাম্মামে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি পর্ব স্থগিত করা হয়।

কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ৩ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে দাম্মামে ক্যাম্প ও অনুশীলন ম্যাচ খেলার কথা ছিলো জামালদের। কিন্তু শেষ মুহূর্তে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত অনুমতিপত্র হাতে পায়নি বাফুফে। তাই বাধ্য হয়ে সোমবার সকাল ১০টায় ফ্লাইট থাকলেও তা স্থগিত করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অনুশীলন করেন তারা।

তবে সৌদি আরবে ক্যাম্প করা সম্ভব কিনা, এ বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
কোচ জেমি ডে বলছেন, যত দ্রুত সম্ভব সেখানে ক্যাম্প করতে চান তারা। তিনি বলেন, ‘বাছাই পর্বের শেষ ম্যাচগুলোর আগে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। অনুমতি পরে আসলে ভাবতে হবে আমাদের কপাল খারাপ।’

বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলছেন, প্রস্তুতিতে ঘাটতি হলে তার প্রভাব পড়তে পারে মূল পারফরমেন্সে।
গোলরক্ষক আনিসুর রহমান জিকোও বলছেন, যেহেতু সৌদি এবং কাতারের আবহাওয়া কাছাকাছি, তাই সৌদিতে আগে পৌঁছাতে পারলে তার সুফল পাওয়া যেতো।

Exit mobile version