Site icon Jamuna Television

ছেঁড়া জুতোর ছবি দিয়ে জিম্বাবুয়ে দলের স্পন্সর খুঁজে পেলেন রায়ান

জিম্বাবুয়ে দলের ক্রিকেটার রায়ান বার্ল নিজের ছেঁড়া জুতোর ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, কোনো স্পন্সর পাওয়া কি সম্ভব? যেন সিরিজ শেষে নিজেদেরই জুতোয় আঠা লাগাতে না হয়। নিজের জুতার এই বেহাল দশা তুলে ধরে রায়ানের এই বার্তা আবেগি করে তুলেছে ক্রিকেটপ্রেমীদের। ছবিটি ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই।

রায়ান আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন চার বছর ধরে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও নাম ডাক কম না। জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও ছিলেন রায়ান বার্ল। তার এই পোস্টটি দেখেই বোঝা যায় একসময়ের এই দুর্দান্ত ক্রিকেট টিমটি এখন খারাপ সময় পার করছে।

অবশেষে বার্লের ডাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা। তারা স্পন্সর করছে জিম্বাবুয়ে টিমের। রায়ানের পোস্টের জবাবে পুমা লিখেছে, ‘আঠা সরিয়ে রাখার সময় চলে এসেছে বার্ল।’

এমন সাড়ায় মুগ্ধ এই জিম্বাবুয়েইয়ান। ফিরতি টুইটে রায়ান কৃতজ্ঞতা জানিয়েছেন পুমার প্রতি।

Exit mobile version