Site icon Jamuna Television

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন খ্যাতিমান এই লেখক।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কবি এবং ঔপন্যাসিক হিসেবে বহুল পরিচিত ব্যক্তিত্ব।

হাবীবুল্লাহ সিরাজীর জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

Exit mobile version