Site icon Jamuna Television

ভারতে সংক্রমণ নিম্নমুখী হলেও কমছে না করোনায় প্রাণহানি

ভারতে সংক্রমণ নিম্নমুখী হলেও কমছে না করোনায় প্রাণহানি

সংক্রমণের গতি নিম্নমুখী হলেও ভারতে কমছে না করোনাভাইরাসে প্রাণহানি। ভাইরাস সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৪৫৪ জনের।

এই নিয়ে মহামারিতে দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩ লাখ ৭ হাজার। নতুন করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে ২ লাখ ২২ হাজারের বেশি। এই মুহূর্তে দেশটির সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ২১ হাজারের কাছাকাছি। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজারের ওপর।

এখনও সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। চলতি মাসে সংক্রমণের তুলনায় মৃত্যুহার সবচেয়ে বেশি দিল্লিতে। মে মাসের প্রথম তিন সপ্তাহে রাজধানীর মৃত্রুহার ২ দশমিক ৫৪ শতাংশ। যা সমগ্র দেশের গড় মৃত্যুহারের প্রায় দ্বিগুণ। ভারতে ১৯ কোটি ৮৪ লাখ মানুষের ওপর প্রয়োগ হয়েছে করোনার টিকা।

এনএনআর/

Exit mobile version