Site icon Jamuna Television

ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

প্রবল শক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলেরর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। দিঘা থেকে মাত্র ৫শ’ কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোনটি।

ক্রমেই খারাপ হচ্ছে উপকূলীয় এলাকার আবহাওয়া। এরই মধ্যে কলকাতাসহ দক্ষিণাঞ্চলীয় একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বুধবার পশ্চিমবঙ্গের পারাদ্বীপ ও ওড়িশার বালেশ্বরের মাঝামাঝি এলাকা দিয়ে সর্বশক্তি নিয়ে আঘাত হানতে পারে ইয়াস। জলভাগের ওপর আরও শক্তি সঞ্চয় করছে এটি। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ১৮৫ কিলোমিটার পর্যন্ত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়ও জারি হয়েছে সতর্কতা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে ওই সব এলাকার হাজারো মানুষকে।

এনএনআর/

Exit mobile version