Site icon Jamuna Television

কবি কাজী নজরুল যে কোনও দুর্যোগ কাটিয়ে ওঠার অনুপ্রেরণা দেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কবি কাজী নজরুল যে কোনও দুর্যোগ কাটিয়ে ওঠার অনুপ্রেরণা দেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বর্তমান দুঃসময়ে কবি কাজী নজরুল যে কোনও দুর্যোগ কাটিয়ে ওঠার অনুপ্রেরণা দেন বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার সকালে সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি একথা জানান। বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে নজরুল এক চিরন্তন অনুপ্রেরণা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, জাতির পিতার ঐকান্তিক প্রচেষ্টায় কবি নজরুলকে জাতীয় কবির আসনে বসানো হয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ছাত্রদল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এনএনআর/

Exit mobile version