Site icon Jamuna Television

করোনার বিধিনিষেধ এড়াতে প্লেন ভাড়া করে আকাশে বিয়ে!

করোনার বিধিনিষেধ এড়াতে প্লেন ভাড়া করে আকাশে বিয়ে!

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে কে না চায়! সেজন্যই আকাশে বিয়ে সেরেছিলেন তামিলনাড়ুর এক দম্পতি। ভাড়া করেছিলেন আস্ত একটি বিমান। অতিথি ছিলেন একশ ষাটজন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। করোনার কারণে ভারতের দক্ষিণী এই রাজ্যটিতে চলছে কঠোর বিধিনিষেধ।

কর্তৃপক্ষ বলছে, বিবাহোত্তোর ভ্রমণের কথা বলে একটি ট্রাভেল এজেন্সি বিমানটি ভাড়া করেছিল। কিন্তু সেখানে বিবাহ অনুষ্ঠানের কোনো অনুমতি দেয়া হয়নি। এরইমাঝে বিমানের স্টাফদের বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

এনএনআর/

Exit mobile version