Site icon Jamuna Television

ওয়াকার ইউনিসকে ‘ভারতীয় ক্রিকেটার’ বানিয়ে সমালোচনার মুখে আইসিসি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিসকে ভারতীয় ক্রিকেটার বানিয়ে দিয়েছে আইসিসি। আর তাই নিয়ে চলছে সমালোচনার ঝড়।
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের ব্যাপারে লিখতে গিয়ে আইসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে লেখা হয়েছে, ওয়াকার ভারতের জার্সিতে খেলেছেন।

২০০৩ সালে অবসর নেওয়া ওয়াকারের ব্যাপারে বলা হয়েছে তিনি ভারতের জার্সিতে খেলেছেন ২০০৮ সাল পর্যন্ত। কিংবদন্তিদের স্বীকৃতি দিতে আইসিসি ‘হল অব ফেম’ রেখেছে। সেখানে একজন ওয়াকার ‘মিট দ্য আইসিসি হল অব ফেমার্স: ওয়াকার ইউনিস, আ মাস্টার অব রিভার্স সুইং’ শিরোনামের সেই ভিডিওর থাম্বনেইলে ওয়াকারের বর্ণনায় লেখা ছিল ‘ওয়াকার ইউনিস, ইন্ডিয়া, ১৯৯০-২০০৮।’

Exit mobile version