Site icon Jamuna Television

ব্রাজিলে করোনায় মৃত্যু সাড়ে ৪ লাখ ছাড়ালো

ব্রাজিলে করোনায় মৃত্যু সাড়ে ৪ লাখ ছাড়াল

করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় প্রাণহানি সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৮৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৬ জনে।

গত একদিনে ব্রাজিলে নতুন করে ৩৭ হাজার ৫৬৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। দেশটির মোট সংক্রমণ ১ কোটি ৬১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। সংক্রমণে তৃতীয় অবস্থান থাকলেও ব্রাজিল করোনায় মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬৬১ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৮০ জন। মোট সংক্রমিত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।

এনএনআর/

Exit mobile version