Site icon Jamuna Television

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: মালিকের জিম্মায় জাহাজ, জামিনে মুক্ত ১৪ আসামি

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি: মালিকের জিম্মায় জাহাজ, জামিনে মুক্ত ১৪ আসামি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহি কার্গোজাহাজের ধাক্কায় যাত্রীবাহী সাবিত আল হাসান লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১৪ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। অনেকটা গোপনীয়তা রক্ষা করে বৃহস্পতিবার ও রোববার আলাদা দুটি আদালত আসামিদের জামিন দেন।

একই সাথে ১ কোটি ৮০ লাখ টাকা বন্ডের মাধ্যমে এসকেএল ৩ জাহাজটিকে মালিকের জিম্মায় দেয়ার জন্য আদেশ দেন আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিন আবেদন করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আদালতে জানান, অভিযুক্ত জাহাজ মালিকপক্ষ লঞ্চডুবির ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে জনপ্রতি ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। বাকি ৪ জনের পরিবারের লোকজন ক্ষতিপূরণ নিতে রাজি হননি। এ ঘটনায় কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে লিখিত দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আদালত জামিনের আদেশ দেন।

গেল ৪ এপ্রিল মুন্সিগঞ্জগামী এমএল সাবিত আল হাসান লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় এসকেএল-৩ নামের একটি কার্গো জাহাজ। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এনএনআর/

Exit mobile version