Site icon Jamuna Television

‘কাতারের ওপর অবরোধ ব্যর্থ হয়েছে’

কাতারের ওপর জিসিসিভুক্ত দেশগুলোর অবরোধ ব্যর্থ হয়েছে। শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে এমন মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

তিনি বলেন, প্রতিবেশিদের তৈরি করা সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে দোহাকে। তবে সৌদি আরব আর তাদের মিত্র দেশগুলোর অবরোধের উদ্যোগ ব্যর্থ হয়েছে। কেননা সমুদ্র-আকাশ আর সড়কপথে অবরোধ আরোপের পরও নির্বিঘ্নে আন্তর্জাতিক ব্যবসা চালিয়ে গেছে কাতার।

তামিমের দাবি, শত বাধার মুখেও লোকসান গুনতে হয়নি তেল-গ্যাসের কোন চালানেই। দীর্ঘ ৮ মাসের অবরোধের ফলে বরং কাতারের লাভ হয়েছে। নতুন কয়েকটি আন্তর্জাতিক রুট ব্যবহার করতে পেরেছে তার দেশ।

সম্মেলনে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বলেন,
আঞ্চলিক অস্থিরতা, প্রতিবেশিদের আরোপ করা অবরোধের পরও কাতার বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ।

ইরান ও মুসলিম ব্রাদারহুডের সাথে ঘণিষ্ঠতার অভিযোগ এনে গত বছরের ৫ জুন থেকে আমাদের কোনঠাসা করে রাখতে চেয়েছে সৌদি জোট।

Exit mobile version