Site icon Jamuna Television

সপ্তাহে দুই দিনের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

সপ্তাহে দুই দিনের জন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে দেশের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।

আজ (২৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, টানা দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। অনলাইন শিক্ষা ব্যবস্থায় ক্লাসের সংখ্যার আধিক্য থাকলেও তা গুণগত মান হারাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার মাধ্যমেই এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলেও মত দেন তারা।

আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Exit mobile version