Site icon Jamuna Television

দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির হানা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৬ রান তোলে বাংলাদেশ। এরপরেই বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টি থামার পর মাঠে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও সাইফুদ্দিন। ৪৩.৩ ওভারের সময় আবারও বৃষ্টির হানা। বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ২১৩।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্রুতই ফিরে যান তামিম। এরপর সাকিব আল হাসান শূন্য রানে আউট হলে দলের হাল ধরেছিলেন মুশফিক। নিজের শততম ম্যাচে লিটন করেছেন ২৫ রান। তামিম ইকবাল ব্যার্থ হয়েছেন এই ম্যাচে, করেছেন ১৩ রান। রিয়াদ আউট হয়েছেন ৪১ রান করে। মিঠুনের জায়গায় দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন আউট হয়েছেন মাত্র ১০ রানে। আগের দিনে ভালো করা আফিফ হোসেন এবার তেমন কিছু করতে পারেননি। তিনিও ফিরেছেন ১০ রানে। মেহেদী হাসান মিরাজ করেছেন ২ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে দাঁড়িয়ে ক্রিজে আছেন মুশফিক। সাথে ৮ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছিলো বেঙ্গল টাইগাররা।

Exit mobile version