Site icon Jamuna Television

এবার সেঞ্চুরি মিস করলেন না মুশফিক

ওয়ানডে ক্রিকেটে নিজের অষ্টম শতক তুলে নিলেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৭ বলে ১২৫ রানে আউট হন তিনি। তার এই সেঞ্চুরিতে প্রতিপক্ষের সামনে ২৪৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে ২২৫ ম্যাচে ব্যাট হাতে মুশফিকুর রহিম করেছেন ৬ হাজার ৪২৮ রান। যেখানে মুশফিকের গড় ৩৬ দশমিক ৭৩ আর সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের।

গত ম্যাচেও সেঞ্চুরির সুযোগ এসেছিল মুশফিকের সামনে, তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৮৭ বলে রান করেছিলেন ৮৪। ১২০ মিনিট ক্রিজে থেকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ৪টি। ছক্কার মেরেছেন একটি। ২১২ ইনিংসে ৪৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিন মিস্টার ডিপেন্ডেবল। যার মধ্যে ২৫টিই ২০১৫ বিশ্বকাপের পর। সেই বিশ্বকাপের পর ৫০ এর বেশি গড়ে রান তুলেছেন মুশফিক। শেষ ৭৭ ইনিংসে মাত্র একবার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

এছাড়াও, টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিক সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ৭৭ রানের। এই ফরম্যাটে কোনো শতক নেই মুশির। আর টেস্টে ক্যারিয়ারে মুশফিকের শতক ৭টি।

Exit mobile version