Site icon Jamuna Television

সেনা অভ্যুত্থানে সংযোগ: ৬ তুর্কি সাংবাদিকের যাবজ্জীবন

তুরস্কে ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অপরাধে নারীসহ ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের একটি আদালত।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেয়া হয় তাদের। বলা হয়েছে, তুরস্কের সংবিধান অমান্য করে তৎপরতা চালাচ্ছিলেন তারা। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন সাজাপ্রাপ্ত সাংবাদিকদের সবাই।

সাংবাদিদেরকে সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। একে বাকস্বাধীনতার ওপর নজিরবিহীন ও অগ্রহণযোগ্য আঘাত আখ্যা দিয়েছেন জাতিসংঘ কর্মকর্তা ডেভিড কায়ে।

এদিকে ছয় সাংবাদিকের শাস্তি হলেও মুক্তি পেয়েছেন অভ্যুত্থান চেষ্টার পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এক বছর ধরে আটক থাকা জার্মান-তুর্কি সাংবাদিক ডেনিজ ইয়ুসেলকে।

Exit mobile version