Site icon Jamuna Television

গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক সরকার চায় না: ওবায়দুল কাদের

সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করতে হবে করোনাকে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক হোক এটা সরকার চায় না। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয় বলে আমরা বিশ্বাস করি।

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৫ মে) সকালে সচিবালয়ে বিএফইউজে, ডিইউজে ও বিজেসি নেতৃবৃন্দ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে বৈঠক করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনা ইসলামের জামিন হলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। ৬ ঘন্টা আটক রেখে হেনস্তার সাথে জড়িত স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বিচারও দাবি করেন তারা। এর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে রোজিনা ইসলামের ভিডিও ছড়িয়ে অপপ্রচার বন্ধ ও গণমাধ্যম সুরক্ষা আইন দ্রুত করারও দাবি জানান সাংবাদিক নেতারা।

ওবায়দুল কাদের এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন।

Exit mobile version