Site icon Jamuna Television

মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কাউন্টার টেরোরিজম পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়।

পুলিশের আবেদনে বলা হয়, ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবক আটক হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

আটক সাকিব জিজ্ঞাসাবাদে জানায়, ইসলামী বক্তা আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা ও হারুন ইজহারের উগ্র ওয়াজ শুনে সে উগ্রপন্থায় জড়িয়েছে।

মামলায় বক্তা আমির হামজার নাম উল্লেখ থাকায় গতকাল সোমবার (২৪ মে) কুষ্টিয়া থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেফতার করে আমির হামজাকে।

Exit mobile version