Site icon Jamuna Television

ইনজুরিতে পড়ে মাঠ থেকে হাসপাতালে সাইফউদ্দিন; বদলি খেলোয়াড় তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। প্রথমে তেমন গা না করলেও এই ইনজুরির ফলে তাকে হাসপাতালে যেতে হয়েছে। কনকাশন সাব হিসেবে তার জায়গায় দ্বিতীয় ইনিংসে খেলছেন তাসকিন আহমেদ।

ম্যাচের ৪৭-তম ওভারের দ্বিতীয় বলে রান নেয়ার সময় স্ট্যাম্পে বল লেগে সাইফউদ্দিনের মাথায় এসে আঘাত করে। রান আউট তো হলেনই মাথায় আঘাত নিয়ে ফিরে গেলেন সাজঘরে। বিরতিতে বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়, এই ম্যাচের বাকি অংশে আর নামা হচ্ছে না সাইফউদ্দিনের। কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং করতে পারবেন তাসকিন। সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেও তাসকিনকে রাখা হয়নি দ্বিতীয় ম্যাচের একাদশে।

এর আগে, ব্যাট হাতে ১১ রান করেন সাইফউদ্দিন। ৩০ বল মোকাবেলা করে দলের ব্যাটিং বিপর্যয় কাটান এই অলরাউন্ডার। ফলে অপরপ্রান্তে নিশ্চিন্তে ব্যাট চালিয়ে খেলে নিজের অষ্টম শতক তুলে নেন মুশফিকুর রহিম।

Exit mobile version