Site icon Jamuna Television

ভারতের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের অন্ধপ্রদেশের বিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরের পর হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের ওই শোধনাগারটিতে আগুন লাগে বলে এনডিটিভি নিশ্চিত করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় ডিভিশনাল পুলিশ কমিশনার ঐশ্বরিয়া রাস্তোগি বলেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ইউনিট-৩ প্লান্টে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট যাচ্ছে সেখানে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কমিশনার।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জ্বালানি রয়েছে বলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version