Site icon Jamuna Television

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে দিলীপ কুমার চাকমা নামে ইউপিডিএফ’র এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার প্রত্যন্ত রাঙ্গাপাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ কুমার ইউপিডিএফ’র প্রসিত বিকাশ খীসার সমর্থক ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি পানছড়ি উপজেলার মনিপুর গ্রামে। তবে কে বা কারা দিলীপ কুমারকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের একটি।

Exit mobile version