Site icon Jamuna Television

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের জয় শুধুই সময়ের ব্যাপার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪ রানে অধিনায়ক কুশল পেরেরার উইকেট হারায় শ্রীলঙ্কা। আর তাতেই অভিষিক্ত তরুণ পেসার মোহাম্মদ শরিফুল ইসলাম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট। এর পরেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ৪৬ বলে ২৪ রান করে সাকিবের হাতে বন্দী হন লঙ্কান আরেক ওপেনার ধারুশকা গুনাথিলাকা।

এর পরেই স্পিন আক্রমণে আসেন সাকিব আল হাসান ও মিরাজ। দলীয় ৭১ রানে সাকিবের কুইকারে ব্যাক্তিগত ২০ রানে মাঠ ছাড়েন পাঠুম নিসঙ্কা। ৭৭ রানে মিরাজের ঘুর্নিতে প্যাভিলিয়নের পথ ধরেন কুসল মেন্ডিস। আবারও সাকিবের আঘাতে উইকেটের পতন ঘটে লঙ্কার। ব্যক্তিগত ১০ রানে সাকিবের ফ্লাটার ডেলিভারিতে এলবির ফাঁদে পড়েন ডি সিলভা। ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। তবে সেই বিপদ কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। স্কোর বোর্ডে ১১ রান যোগ করতে না করতেই আবারও মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে রিয়াদের হাতে ক্যাচ দিতে বাধ্য হন লঙ্কান ব্যাটার দানুশ শানাকা। ১১৪ রানে ওয়ানিন্দু হাসরঙ্গ পরিষ্কার বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ। ফলে ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে হারের প্রতীক্ষায় রয়েছে শ্রীলঙ্কানরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৪.৩ ওভারে ১১৪ রান। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ১৩৩ রান। হাতে রয়েছে ৩ উইকেট।

Exit mobile version