Site icon Jamuna Television

কলম্বো উপকূলে ৪ দিন ধরে জ্বলছে কন্টেইনারবাহী জাহাজ

শ্রীলঙ্কায় কলম্বো উপকূলে ৪ দিন ধরে জ্বলছে একটি কন্টেইনারবাহী জাহাজ। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও জোরদার করা হয়েছে অভিযান।
গত শুক্রবার নোঙর করা অবস্থায় সিঙ্গাপুরের এম ভি এক্সপ্রেস পার্ল নামের জাহাজের একটি কন্টেইনারে বিস্ফোরণ হয়। দু’দিনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। উদ্ধার করা হয় সব নাবিককে। এদের মধ্যে দগ্ধ হয়েছে দু’জন।

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে প্রায় দেড় হাজার কন্টেইনারে ২৫ টন নাইট্রিক এসিডসহ ভিন্ন ধরণের বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ ছিল। হেলিকপ্টার থেকে কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে শ্রীলঙ্কার এয়ারফোর্স। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ দল। জরুরি সহায়তা নিয়ে অভিযানে যোগ দিয়েছে ডাচ বিমান। জাহাজ, এয়ারক্রাফটসহ সহায়তার ঘোষণা দিয়েছে ভারতও। ১৫ মে ভারতের হাজিরা বন্দর থেকে সিঙ্গাপুরের পথে রওয়ানা দেয় জাহাজটি।

Exit mobile version