Site icon Jamuna Television

অবশেষে মুখোমুখি সাক্ষাত হচ্ছে বাইডেন ও পুতিনের

অবশেষে মুখোমুখি সাক্ষাত হচ্ছে বাইডেন ও পুতিনের

অবশেষে মুখোমুখি সাক্ষাত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মঙ্গলবার হোয়াইট হাউস ও ক্রেমলিন হাউসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ১৬ জুন জেনেভা সম্মেলনে আলোচনায় বসবেন দুই বিশ্বনেতা। বেশ কিছুদিন ধরেই তাদের সাক্ষাতের আভাস পাওয়া যাচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, পারমানবিক ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং করোনা মোকাবিলায় পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তারা। অবশ্য এর আগে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, বিরোধী নেতা নাভালনিকে গ্রেফতার এবং যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানোর বিষয়ে পুতিনের সাথে আলোচনা করতে ইচ্ছুক তিনি। অপরদিকে, নাভালনি প্রসঙ্গে চাপ দেয়ার বিষয়টিকে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো মনে করেন পুতিন। এমন পরিস্থিতিতে দুই নেতার সাক্ষাতের দিকে তাকিয়ে সারাবিশ্ব।

এনএনআর/

Exit mobile version