Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ইয়াস: শঙ্কামুক্ত বাংলাদেশ

ঘূর্ণিঝড় ইয়াস: শঙ্কামুক্ত বাংলাদেশ

প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ইতিমধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করায় আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পানির উচ্চতা স্বাভাবিক হলে যারা সরে গেছেন তারা ফিরে আসতে পারবেন।

ইয়াস সম্পর্কিত সবশেষ বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ো হাওয়া ও পূর্ণিমার কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় নিম্নাঞ্চলে ৩ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

এছাড়া ইয়াসের প্রভাবে সারাদেশে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হবে বলে জানায় আবহাওয়া অফিস। আগামী দুইদিন দেশের তাপমাত্রাও কম থাকবে। ঝড় চলে গেলে তাপমাত্রা আবার বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস।

এনএনআর/

Exit mobile version