Site icon Jamuna Television

জলোচ্ছ্বাস আঘাত হেনেছে দিঘায়

ঘূর্ণিঝড় ইয়াস এখনো ভারতের পশ্চিমবঙ্গে আঘাত না হানলেও ইতোমধ্যে জলোচ্ছ্বাস আঘাত হেনেছে রাজ্যের উপকূলীয় শহর দিঘায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, দিঘার সমুদ্রতীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে বলে পানিও ধীরে ধীরে বাড়ছে। শহরের বিভিন্ন এলাকা আজ বুধবার (২৬ মে) সকালে পানিতে থইথই করছে। বাড়িতে ঢুকেছে সমুদ্রের পানি।

ভারতের আবহাওয়া বিভাগের কলকাতা আঞ্চলিক কার্যালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ছয় ঘণ্টা ধরে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব গতকাল মঙ্গলবার (২৫ মে) থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য গতকালই এই শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগের সর্বশেষ তথ্য অনুসারে, ইয়াস পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাতেও। ঝড়ো হাওয়া বইছে, সেই সাথে রয়েছে বৃষ্টিও।

Exit mobile version