Site icon Jamuna Television

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না সাবেক রাষ্ট্রপ্রধান

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না সাবেক রাষ্ট্রপ্রধান এবং জনপ্রিয় রাজনীতিক মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।

যাতে ৭ প্রার্থীকে দেয়া হয়েছে নির্বাচনের অনুমতি। যার অন্যতম- বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রঈসি। তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ মিত্র।

ধারণা করা হচ্ছে, ১৮ জুনের নির্বাচনে সংখ্যগরিষ্ঠ ভোট পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট অর্থনৈতিক টানাপোড়েন এবং পরমাণু কর্মসূচি হবে মূল চ্যালেঞ্জ। নির্বাচনের জন্য নিবন্ধন করেছিলেন ৬শ’ প্রার্থী। যাদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ৪০ জন প্রাথমিক তালিকায় স্থান পান। সবশেষ সাতজনের মধ্যে আরও রয়েছেন- সাবেক মূখ্য পরমাণু আলোচক সাঈদ জলিলি, সাবেক রেভ্যুলশনারি গার্ড প্রধান মোহসেন রাজায়ি, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গর্ভনর আবদুল নাসের হেমাতি।

এছাড়া সাবেক পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি, রক্ষণশীল ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরির প্রার্থীতাও বাতিল করেছে গার্ডিয়ান কাউন্সিল।

এনএনআর/

Exit mobile version