Site icon Jamuna Television

করোনা মহামারিতেও অলিম্পিকের মশাল র‍্যালি!

করোনা মহামারির মাঝেও অলিম্পিকের মশাল র‍্যালি এখনও অব্যাহত রেখেছে আয়োজকরা। তবে তা খুবই সীমিত আকারে।

শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি স্টেডিয়ামের মাঝেই চলছে মশাল যাত্রা। শহর প্রদক্ষিণের যে পরিকল্পনা ছিলো তা বাদ দেয়া হয়েছে। কওতোতে দ্বিতীয় দিনের মত চলে এই মশাল যাত্রা। এবার ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে চলবে অলিম্পিকের এই মশাল র‍্যালি।

১২১ দিনের মধ্যে জাপানের প্রায় ৪৭টি স্থাপনায় এই মশাল র‍্যালি চলবে। শেষ হবে ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

Exit mobile version