Site icon Jamuna Television

নরসিংদীতে চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে ৬০ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ মে) রাতে শহরের বাজির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, নরসিংদীর একটি দল অভিযান চালিয়ে নরসিংদী পৌর এলাকা থেকে চোলাই মদসহ হুমায়ুন কবির (৫০), সাকিব (২০), গোবিন্দ দাস (২২), ও তপন দাশ (৪২) নামে চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছে থাকা ৪টি জারিক্যানে ভর্তি অন্তত ৬০ লিটার চোলাই মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় চোলাই মদ ক্রয়-বিক্রয় করতো বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি র‍্যাবের মাদক বিরোধী কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান র‍্যাব-১১ নরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ জালাল।

Exit mobile version