Site icon Jamuna Television

এক মিনিটের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৯৭ ঘর

ঝিনাইদহ প্রতিনিধি:

মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ের আঘাতে ঝিনাইদহের একটি গ্রামের ৯৭টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে বড়-ছোট শতশত গাছপালা। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখ গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় প্রলয়ংকারী এ ঝড় আঘাত হানে। কালবৈশাখীর তান্ডবের বিবরণ দিতে গিয়ে আড়মুখ গ্রামের বাসিন্দা মাজেদা বেগম বলেন, ঝড়ে তার টিনের ঘরটি উড়ে যেতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড।

অন্যের জমিতে মজুরের কাজ করা সোলাইমান হোসেন ক্রন্দনরত অবস্থায় বলেন, কিছু বোঝার আগেই আমার সবকিছু ধসে পড়ে গেলো।

ঝড়ের পর গ্রামটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উড়ে যাওয়া টিনের ঘরের চালাগুলো দুমড়ে-মুচড়ে বিশাল বিশাল গাছের মাথায় ঝুলে রয়েছে।

প্রবল এই ঝড়ের তাণ্ডবে অধিকাংশই নিম্নবিত্ত অধ্যুষিত গ্রামটির মানুষ এখন সহায়-সম্বলহীন।

কালীগঞ্জের সাংসদ আনোয়ারুল আজীম আনার ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, গ্রামটির পুনর্বাসনের জন্য যা যা লাগবে জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও তিনি এলাকার বিত্তবানদের সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করেন।

Exit mobile version