Site icon Jamuna Television

সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবেন।

সরকার বলছে, নির্বাচনের মাধ্যমে প্রমাণিত দশকব্যাপী গৃহযুদ্ধ সত্ত্বেও সিরিয়া স্বাভাবিক রয়েছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, এই নির্বাচন আসাদের ক্ষমতা সংহত করা ছাড়া আর কিছু নয়। এতে আসাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে গেলো ক’দিনে সিরিয়ার কয়েকটি এলাকায় বড় বড় র‍্যালি আয়োজন করা হয়।

২০০০ সালে পিতা হাফিজের মৃত্যুর পর প্রথমবারের মতো ক্ষমতায় আসেন বাসার আল আসাদ। ২০১১ সালে আরব বসন্তের জেরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন শুরু করলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যাতে, লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত।

এনএনআর/

Exit mobile version