Site icon Jamuna Television

রাজধানীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয়, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল ও কাঠাল বাগান। এছাড়াও, দিলু রোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্ব দিক ও কাটাবনের পশ্চিম দিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিবৃতিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, গ্যাস বিতরণ সংস্থার পাইপলাইন স্থানান্তরকরণের কাজে এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সরবরাহ ব্যাহত হবে।

এনএনআর/

Exit mobile version