Site icon Jamuna Television

‘জেরুজালেমের মুসলিম স্থাপনায় হামলা চললে তা মোড় নেবে আঞ্চলিক যুদ্ধে’

ফাইল ছবি

জেরুজালেমের মুসলিম এবং ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হলে সেটি মোড় নেবে আঞ্চলিক যুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৫ মে) ইসরায়েলের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, ইসরায়েলের বোঝা উচিৎ পবিত্র নগরীতে অস্থিরতা ছড়ানো বা আল-আকসাসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় হামলার মাধ্যমে প্রতিরোধ বন্ধ হবে না। কেননা, জেরুজালেম মানেই আঞ্চলিক যুদ্ধ। সেখানে আগ্রাসন চালানো হলে হাত-পা গুটিয়ে বসে থাকবে না মুসলিম সম্প্রদায়। কড়ায়গণ্ডায় মূল্য চুকাতে হবে ইহুদি রাষ্ট্রকে।

Exit mobile version