Site icon Jamuna Television

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে শহরের পূর্ব ধানমণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছুম হোসেন জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাছুম পূর্ব ধানমণ্ডিতে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

এসময় পানির পাম্প এর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version