Site icon Jamuna Television

অবৈধ সাবান ফ্যাক্টরিতে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট:

রংপুর মহানগরীর আলমননগরে মেরিন কেমিকেল নামের একটি সাবান ফ্যাক্টরিতে অবৈধভাবে উৎপাদনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. ফারুক আহমেদ জানান, নগরীর আলমনগর মুসলিম পাড়ার মেরিন কেমিকেল নামক সাবান ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আমরা নিশ্চিত হই প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র ও কেমিস্ট নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন থেকে মালিক সেখানে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মীদের চিকিৎসা সনদ ছাড়াই এবং উৎপাদিত পণ্যে সঠিকভাবে মোড়কও ব্যবহার না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো।

পুলিশ আরও জানায়, এসময় সেখান থেকে ২০ লাখ টাকার দোয়েল পাখি, লাঙ্গল ও মেরিন স্পেশাল সাবান ও সাবান তৈরির মালামাল জব্দ করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন। ১৫ দিনের মধ্যে সকল অবৈধ বিষয়াদি সংশোধন করারও আদেশ দেন বিচারক।

Exit mobile version