Site icon Jamuna Television

১৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহিতে বিদেশি মদসহ মো. হাতেম আলী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার বিকেলে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল হাতেম আলিকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, তার পিতার নাম মো. হাসান আলী, বাড়ি কুন্দরহাট, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া। মহানগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান গেট সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ১৮ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি দল অভিযান চালায়। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version