Site icon Jamuna Television

শরণ‌খোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

বা‌গেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। বুধবার বিকেলে উপজেলার রাজেশ্বরের মোড় এলাকার মৃত হরিণটি দেখ‌তে দেখে স্থানীয়রা সে‌টি উদ্ধার ক‌রে।

স্থানীয় স‌রোয়ার হাওলাদার বলেন, বুধবার বিকেলে রাজেশ্বরের মোড় এলাকায় একটি মৃত হরিণ ভেসে আসে। আমরা হরিণটিকে দেখে বন বিভাগকে খবর দিয়েছি। হরিণটি দেখে মনে হয়েছে কয়েকঘণ্টা আগেই মারা গেছে। হরিণটির শরীরের কোথাও কোন পচন ছিল না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হরিণের মরদেহটি উদ্ধার করার জন্য লোক পাঠিয়েছি। হরিণটির মারা যাওয়ার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করবো।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের প্রভাবে হরিণটি মারা গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বঙ্গোপসাগর ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অনেক জায়গা প্লাবিত হয়েছে। তবে এর ফলে কোন প্রাণী মারা গেছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা পরে জানাবো।

Exit mobile version